About
BASIC কি?
২০১৭ সাল থেকে পথ চলা শুরু। BASIC এর পতিষ্ঠাতা পরিচালক দেবাতোষ হালদার দেব স্যার এর বিভিন্ন সময়ে দেশের স্বনামধন্য কোচিং সেন্টারগুলোতে ক্লাস নেয়ার অভিজ্ঞতা থেকেই এবার BASIC কে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার পরিকল্পনা করেণ তিনি। তার এই পরিকল্পনা থেকেই আমাদের কর্ম পরিচালনার সূচনা।
BASIC কেন? কেন অন্য কেউ নয়?
BASIC কোর নামকরা বহিরাগত Dependent নয়। আমরা বিশ্বাস করি মেধা ও শ্রম দ্বারা যে কেউ নিজেকে অনেক পরিণত ও দক্ষ করে তুলতে পারে! আর আমাদের বিশ্বাস আপনারা আমাদের সর্বোচ্চ সেবা উপভোগ করবেন।
BASIC আপনাকে দিচ্ছে Online এবং Offline এর একই সাথে Class করার এক অনবদ্য সুযোগ।
পতি সপ্তাহের ৩টি ক্লাসের উপর একটি রিভিউ টেস্ট এবং মাসে ১২টি ক্লাসের উপর নির্ধারিত একটি Super Model Test.
BASIC এর কর্মপরিকল্পনা:
- BCS
- Bank
- Primary (৩ মাসের কোর্স)।
- Others Govt. Recruited Job.
- সপ্তাহে ক্লাস থাকবে ৩টি।
- প্রতি সপ্তাহে রিভিউ টেস্ট থাকবে ১টি।
- প্রতি পরীক্ষায় ১ম,২য় ও ৩য় এর জন্য ক্ষুদ্র তবে মূল্যবান পুরষ্কার।
Highly Special Care for English and Mathematics
- “ It is the pillar to get any standard job “
- Superlative informative willbe provided before any particular course.

MEET THE TEAM
Debatosh Halder Deb
Director
36th BCS non Cadre,
35th BCS Recruited as Sub-Inspector.
Former Senior Teacher at BCS confidence.
Present founder & director of “BASIC”.
Ramjan Ali Dhrubo
Asst. Director
BCS, MSC in Chemistry, Khulna University.
Former director BCS Compase.
Noni Gopal Das
30th BCS Education Cadre.
Professor English Department
M. M. City College, Khulna.
Mr. Md. Imran Ali
30th BCS Education Cadre.
Head of the Derpatment of Accounting
Govt. M. M. City College.
Biplob Kanti Mondol
Govt. Senior Officer
Janata Bank.
Sharmin Sultana Suva
BSC, MSC in Bangla
Khulna University
Milton Sir
Ex Banker